লুমনা ৪ এর কাজ কি- লুমনা ১০ এর কাজ কি- Lumona 10 কিসের ওষুধ

প্রিয় পাঠক আপনি কি লুমনা ৪ এর কাজ কি সে সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। আমি এই পোষ্টের মধ্যে লুমনা ৪ এর কাজ কি এবং Lumona 10 কিসের ওষুধ সে সম্পর্কে আলোচনা করব।
Lumona 10 কিসের ওষুধ
এছাড়াও আপনি এই পোষ্টের মধ্যে পাবেন লুমনা ১০ এর কাজ কি এবং Lumona 10 এর দাম ও লুমনা ৫ এর কাজ কি সেই সম্পর্কে। তাই চলুন কথা না বাড়িয়ে পোষ্টের দিকে আগানো যাক।

ভূমিকা

এই ওষুধ চার মিঃ গ্রাঃ,পাঁচ মিঃ গ্রাঃ,দশ মিঃ গ্রাঃ হিসেবে পাওয়া যায় বয়সের উপর নির্ভর করে। মিঃ গ্রাঃ কম বেশি হয়ে থাকে এতে মূলত হাঁপানি এজমা শ্বাসকষ্টের ওষুধ। এজমা হাঁপানি শ্বাসকষ্টের অনেক রকমের ওষুধ রয়েছে একেকজন একেক রকম খেয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে লুমনা। লুমনা হচ্ছে এস কে এফ কোম্পানির ঔষধ।

লুমনা ১০ এর কাজ কি

লুমনা ১০ এই ওষুধের কাজ কি সেটা জানার আগে আপনাকে জানতে হবে এই ওষুধ কোন বয়সের মানুষের জন্য তৈরি করা হয়েছে। লুমনা ১০ ওইসব বয়সের মানুষের জন্য যাদের বয়স ১৫ বছরের উপরে। 15 বছরের নিচে কোন মানুষের জন্য এই ওষুধ খাওয়া উচিত নয়। এ ওষুধ যে রোগের জন্য তৈরি করা হয়েছে

সেই রোগের স্থায়িত্বকাল যদি ১২ মাসের বেশি হয় তাহলেই লুমনা ১০ খাবে অন্যথায় এর চেয়ে কম মিঃ গ্রাঃ খাবে। অ্যাজমা এবং হাঁপানি বা শ্বাসকষ্ট প্রতিরোধ করতে এই ওষুধ খাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে। এই ওষুধ দীর্ঘস্থায়ী কালের হাঁপানি ভালো করতেও সাহায্য করে। এলার্জির কারণে হাঁচি কাশি হওয়া চোখ লাল হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া এসব সমস্যা ভালো করতেও কাজ করে।

লুমনা ১০ মৌসুমী কালের এলার্জি ভালো করতেও সাহায্য করে ওষুধ। ১৫ বছরের উপরে যারা রয়েছেন তারা প্রতিদিন লুমনা ১০ এক পিস করে খাবেন এর বেশি কখনোই খাবেন না। এ ওষুধ কখনোই নিজের মন মত খাবেন না। ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তার যদি খেতে বলে তাহলে এ ওষুধ খাবেন অন্যথায় এ ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন।

লুমনা ৪ এর কাজ কি

দুই থেকে পাঁচ বছরের শিশুদের জন্য লুমনা ৪ তৈরি করা হয়েছে। যেসব শিশুরা অর্থাৎ দুই থেকে পাঁচ বছর বয়সের শিশুরা হাঁপানি শ্বাসকষ্ট আক্রান্ত তাদেরকে এ ওষুধ খাওয়ানোর জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে। এলার্জির জন্য চোখ মুখ লাল হয়ে যাওয়া নাক দিয়ে পানি পড়া এ সমস্যাগুলো ভালো করতেও শিশুদেরকে লুমনা ৪ খাওয়ানোর জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে।


দুই থেকে পাঁচ বছরে শিশুরা প্রতিদিন একটি করে লুমনা ৪ ট্যাবলেট খাওয়াতে হবে। এক পিসের বেশি কখনোই তাদেরকে খাওয়াবেন না এবং খাওয়ানোর পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন।

Lumona 10 কিসের ওষুধ

Lumona 10 এলার্জি হাঁপানি শ্বাসকষ্ট এইসব রোগের ওষুধ। যারা এজমা হাঁপানি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়েছে তাদের জন্য এই ওষুধ খাওয়ার কথা ডাক্তাররা বলে থাকেন। অনেকে আছেন যাদের হাঁপানি দীর্ঘ একটি সময় ধরে রয়েছে তাদের হাঁপানি ভালো করার জন্য ডাক্তাররা এই ওষুধ খাওয়ার কথা বলে থাকে। অনেকে আছেন যাদের মৌসুমী এলার্জি হয়ে থাকে

অর্থাৎ গরমকালে এক রকমের অ্যালার্জি হয় শীতকালে আরেক রকমের অ্যালার্জি হয়। মৌসুমী এলার্জি থেকে সুস্থ হতে ডাক্তাররা এ ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এক ধরনের এলার্জি রয়েছে যার কারণে চোখ মুখ লাল হয়ে যায় নাক দিয়ে পানি পড়া শুরু হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এই এলার্জিকে ঠান্ডা জনিত অ্যালার্জি বলে।

এরকম এলার্জি দেখা দিলে Lumona 10 খেলে খুব দ্রুত আরাম পাওয়া যায়। আশা করি আপনি বুঝতে পেরেছেন Lumona 10 কোন রোগের ওষুধ। Lumona 10 ১৫ বছরের উপরের বয়সের মানুষের জন্য এই ওষুধ তৈরি করা হয়েছে। উপরে যে সব রোগের কথা বলা হলো ১৫ বছরের উপরে কেউ যদি সে সম্পর্কে আক্রান্ত হয় তাহলে দিনে একটি করে Lumona 10 খাবে তাহলেই সে খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবে।

Lumona 10 এর দাম

লুমনা ১০ মিঃ গ্রাঃ
Eskayef Pharmaceuticals Ltd.
  • Unit Price: ৳ 12.00 (30's pack: ৳ 360.00)
  • Unit Price: ৳ 12.00 (42's pack: ৳ 504.00)
আপনি যদি দোকান থেকে কিনতে যান সেক্ষেত্রে আপনার থেকে দাম বেশি নিতে পারে। এজন্য অবশ্যই সতর্কতার সাথে কিনবেন। সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ওষুধের মেয়াদ রয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি ওষুধের মেয়াদ না থাকে বা খুব অল্প সময়ের জন্য থাকে তাহলে সে ওষুধ কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন।

আরেকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি সরকার অনুমোদিত কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে।

লুমনা ওষুধের পার্শ্বপ্রতিকরা

এই ওষুধ খাওয়ার পরে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেই পার্শ্ব প্রতিক্রিয়া গুলো হচ্ছে
  • ডায়রিয়া।
  • জ্বর।
  • মাথাব্যথা।
  • ত্বকে হ্রাস বের হওয়া।
  • বমি হওয়া।
এই লক্ষণ গুলো যদি দেখা দেয় তাহলে আপনার বুঝতে হবে এগুলো সেই ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। আর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো হল

  • রক্তক্ষরণ।
  • বিরক্তিভাব।
  • অসুস্থতাবোধ।
  • মাংস পেশির বেদনা।
  • ফুলেওঠা।
  • অস্বাভাবিক অনুভূতি।
  • খিঁচুনি।
  • স্নায়ুবিক যন্ত্রণা।
  • দুশ্চিন্তা।
  • পেশীর বেদনা।
  • দুর্বলতা।
  • অস্বাভাবিক আচরণ।
  • হতাশা।
  • মাথা ঘোরা।
  • তন্দ্রাচ্ছন্নতা।
  • ঘুমের সমস্যা।
  • মুখ শুষ্কতা।
আর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো একেবারেই বিরল। খুব কম মানুষের ক্ষেত্রে তা দেখা দেয়। সেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে
  • আত্মহত্যার প্রবণতা
  • শারীরিক কম্পন
  • পালমোনারি ইউওসিনোফেলিয়া
  • লিভারের সমস্যা
  • সৃত্নিলোপ
  • বুক ধড়ফড় করা
  • ইয়োসিনোফিলিক গ্রানুলোমেটোসিস্প
  • লিঙ্গাইটিস্ই
  • রিথেমা নোডাসাম
  • হ্যালুসিনেশন
  • এনজিওডিমা
  • মনোযোগহীনতা ও ফ্যাকাশে ভাব।
আপনি যদি এসব ভাষণ প্রতিক্রিয়া দেখতে পান তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার যে পরামর্শ দেয় সে পরামর্শ অনুযায়ী চলবেন তাহলে আশা করা যায় আপনি সুস্থ হয়ে যাবেন।

লুমনা ৫ এর কাজ কি

৬ থেকে ১৪ বছর বয়সের মানুষের জন্য লুমনা ৫ তৈরি করা হয়েছে। এই বয়সের মধ্যে যারা হাঁপানি শ্বাসকষ্ট এলার্জিতে আক্রান্ত তাদেরকে ডাক্তার এ ওষুধ খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে। আবার যাদের হাঁপানি দীর্ঘদিন ধরে রয়েছে তারা এই ওষুধ খাওয়ার কারণে খুব দ্রুত সে হাঁপানি ভালো হয়ে যায়। মৌসুমী এলার্জির ক্ষেত্রে অনেক বেশি কার্যকার


এলার্জির কারণে যাদের চোখ দিয়ে পানি পড়ে মুখ লাল হয়ে যায় নাক বন্ধ হয়ে যায় তারা এ ওষুধ খেলে খুব দ্রুত এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। ৬ থেকে ১৪ বছর বয়সে যারা আছেন তারা প্রতিদিন একটি করে লুমনা ৫ খাবেন কখনো এর বেশি খাবেন না।

উপসংহার

ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনার উচিত হবে ডাক্তারের সাথে পরামর্শ করে নেওয়া। ডাক্তার যদি আপনার অবস্থা দেখে ওষুধ খাওয়ার পরামর্শ দেয় তাহলে আপনি ওষুধ খাবেন অন্যথায় নিজে থেকে কখনো ওষুধ খেতে যাবেন না।

আমার এই পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করুন যাতে করে তারাও Lumona সম্পর্কে সবকিছু জানতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন