গুগল অ্যাডসেন্স হলো গুগলের একটি প্রোগ্রাম, যার মাধ্যমে ওয়েবসাইট মালিক

  গুগল অ্যাডসেন্স (Google AdSense) হলো গুগলের একটি প্রোগ্রাম, যার মাধ্যমে ওয়েবসাইট মালিক,


ব্লগার বা ইউটিউবাররা তাদের কনটেন্টে বিজ্ঞাপন (Ads) দেখিয়ে আয় করতে পারেন। 🔹 গুগল



 অ্যাডসেন্স কীভাবে কাজ করে? সাইন আপ ও অনুমোদন – আপনার ওয়েবসাইট/ইউটিউব চ্যানেলকে




 Google AdSense-এ আবেদন করতে হয়। গুগল আপনার কনটেন্ট যাচাই করে অনুমোদন দিলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন। বিজ্ঞাপন দেখানো – অনুমোদনের পর গুগল আপনার সাইট বা



 ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক (relevant) বিজ্ঞাপন দেখাবে। আয় করা – কেউ বিজ্ঞাপনে ক্লিক করলে (CPC = Cost Per Click) অথবা বিজ্ঞাপন শুধু দেখানো হলেও (CPM = Cost Per Mille, প্রতি 1000



 ভিউতে আয়) 🔹 আয় করার প্রধান উপায় ওয়েবসাইট/ব্লগে বিজ্ঞাপন → আপনার সাইটে বেশি ট্রাফিক থাকলে, বিজ্ঞাপনের ক্লিক ও ভিউ থেকে আয় হবে। ইউটিউব চ্যানেল → ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দিয়ে ভিডিওতে অ্যাডসেন্স বিজ্ঞাপন চালাতে পারবেন। অ্যাপ/গেম → মোবাইল অ্যাপে

 অ্যাডসেন্স বিজ্ঞাপন বসিয়েও আয় সম্ভব। 🔹 কত টাকা আয় করা যায়? এটা নির্ভর করে: ভিজিটর



 কোথা থেকে আসছে (USA/UK থেকে ক্লিকের দাম বেশি) কোন ধরনের কনটেন্ট (Finance/Technology-এর CPC বেশি, Entertainment/News কম) ভিজিটরের সংখ্যা (ট্রাফিক যত বেশি, আয় তত বেশি) 👉

 
সহজ করে বললে, গুগল অ্যাডসেন্স হলো এমন একটা সিস্টেম যেখানে আপনি কনটেন্ট তৈরি




 করবেন, আর গুগল সেই কনটেন্টে বিজ্ঞাপন বসিয়ে আপনাকে রেভিনিউ শেয়ার দেবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন