নেটওয়ার্ক কভারেজ এবং প্রযুক্তিগত দিক থেকে দ্রুত এক্সপ্যানশন করা (যেমন: 4G একদিনে সারাদেশে লঞ্চ, 5G দ্রুত শুরু করা)।

 


আজকে 5G লঞ্চ করার কোনো প্রস্তুতিই ছিলো না। রবি হুট করে লঞ্চ করে দিয়েছে দেখে জিপিও লঞ্চ করলো।


রবি অফিসিয়াল ভাবে প্রপারলি প্রেস ব্রিফিং করে সার্ভিস টি চালু করছে, অপরদিকে জিপি একটা ব্যানার পর্যন্ত বানানোর সময় পায় নাই। শুধু একটা ভিডিও আপলোড করে তাদের CEO জানায় আজ থেকে 5G চালু করা হলো।


এখন দেখার পালা এই রেসে কে কতদূর এগোতে পারে। 4G লঞ্চ করার সময় রবি হুট করে সারাদেশে ১ দিনে 4G লঞ্চ করে বিরাট এর দৃষ্টান্ত তৈরি করেছিলো।


রবি 4G এর অনেকদিন পরে GP 4G পাওয়া যায় এবং প্রায় ১/২ বছর পরে বাংলালিংক এর 4G আসে। 5G রেসে মনে হচ্ছে বাংলালিংক আবারো পিছিয়ে যাচ্ছে। 4G রেসে অলরেডি পিছিয়ে তারা এই পর্যন্ত পেছনেই থেকেই গেছে।


4G এর মত 5G তেও রবি এবং জিপির মধ্যে টক্কর দেখতে পাওয়া যাবে, বাংলালিংক হয়তো এবারেও খেলার বাইরে থাকবে।


যাইহোক, এই পর্যন্ত জানা তথ্য অনুসারে: রবি ঢাকা, চট্রগ্রাম, সিলেট শহরের বেশ কিছু টাওয়ারে আজকে থেকে 5G এনাবল করেছে। এবং সামনের বছরের শেষ পর্যন্ত সারাদেশের হাজার খানেক টাওয়ারে কভারেজ এক্সপ্যান্ড করতে পারে।


তাছাড়া জানা গেছে যে এরিয়াতে 5G ফোন ইউজার বেশি সেই এরিয়াতে তারা দ্রুত চালু করার ব্যবস্থা করবে। আর রবি 4G এবং 5G প্ল্যান সেম হবে। — মানে 5G কভারেজ পাইলে, ওদের আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান কিনে উরাধুরা কোপ দেওয়া যাবে 🔥


আর জিপি শুধু বলেছে আজ থেকে সকল বিভাগীয় শহরে 5G পাওয়া যাবে। কিন্তু কত টাওয়ারে, সামনের এক্সপ্যানশন প্ল্যান কি, এগুলো কিছু নিয়েই বিস্তারিত কিছু জানা সম্ভব নয় নাই।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন